হযরত শাহ-আরপিন(র) এর মাজার হচ্ছে ইসলামপুর পশ্চিম ইউপি’র সবচেয়ে গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। প্রাকৃতিক সৌন্দর্যে্যর লীলাভূমি এ মাজারে প্রতিবছরই বিপুল আয়োজনের সাথে পবিত্র ওরস মোবারক পালন করা হয়। এসময় দেশের বিভিন্ন জায়গা থেকে বহুলোকের সমাগম ঘটে এখানে। ভক্তদের বিশাল সমাগমে তখন এই এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
কিভাবে যাওয়া যায়:
সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলা হতে সিএনজি বা লেগুনায় যেতে পাবেন।